ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে সফলতার নজির স্থাপন করেছেন -চকরিয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে ফজলুল করিম সাইদী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংর্বধনা গতকাল ২৯ জানুয়ারী সকালে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। মাল্ডিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক জুবাইদুল হক, দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আবছার বাদশা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষাখাতে অগ্রগতি উন্নয়ন বিগত সময়ের অন্য কোন সরকার দেখাতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সরকার সফলতার অনন্য নজির স্থাপন করেছেন শিক্ষাখাতে। কারণ আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসীন তখনই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সমানহারে উন্নয়নের সুচনা ঘটে। লেখাপড়ার মান্নোনয়ন ঘটে।

বর্তমান সরকারের ইতিবাচক শিক্ষানীতির কারনে মফস্বল এলাকাতেও এখন শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। আমাদেরকে এই প্রসারকে সত্যিকার ভাবে গুনগতমানের লেখাপড়া নিশ্চিতকল্পে কাজে লাগাতে হবে। দক্ষ মানব সম্পদ তৈরীতে দক্ষ শিক্ষকদ্বারা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, একটি প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পেছনে শিক্ষকদের অবদান বেশি। তাঁরা ভাল লেখাপড়া নিশ্চিত করেন বলেই প্রতিষ্ঠানটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আশাকরি মাল্ডিমিডিয়া স্কুল সেই ধরণের পরীক্ষিত শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করবে। তাতে আগামী দিনে সফলতার অনন্য স্থানে পৌঁছবে প্রতিষ্ঠানটি। বক্তারা বলেন, আগামীতে বিশ^ায়নের সব ধরণের প্রতিযোগিতায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সফলতা দেখাতে হবে। তার জন্য বেশি বেশি লেখাপড়া করতে হবে। কারণ নিজেকে বিকশিত করতে হলে অবশ্যই লেখাপড়ার কোন বিকল্প নেই। #

পাঠকের মতামত: