ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সোমবার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শুরু, আসছেন মসজিদুল আকসার গ্র্যান্ড খতিব ড. ইক্বরামা সাঈদ আব্দুল্লাহ সবরী

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার ::

২৯ জানুয়ারী সোমবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে পর্দা উঠছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হুসনে ক্বেরাত প্রতিযোগিতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরামা সাঈদ আব্দুল্লাহ সবরী। এছাড়া ক্বেরাত সম্মেলন কোরআনের সুললিত কণ্ঠে আলোকিত করবেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী শাইখ ড. আহমাদ আহমাদ নাইনা, বাংলাদেশের শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মিসরের শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরীজী, ইরানের ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ জাওয়াদ হুসাইনী, আরবের প্রখ্যাত সুরকারম ইসলামী সঙ্গীত শিল্পী সিরিয়ার মুনশিদ ক্বারী মু’তাসিম বিল্লাহ আল আসালী, আলজেরিয়ার শাইখ রিয়াদ্ব আল জাযায়েরী ও ভারতের প্রখ্যাত ক্বারী মুহাম্মদ তুইয়্যিব জামাল। এতে সভাপতিত্ব করবের পোকখালী জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও সদরে মুহতামিম মাওলানা মুখতার আহমদ। এদিকে কক্সবাজারে একঝাঁক খ্যাতনামা ক্বারীর আগমণকে ঘিরে কোরআন প্রেমীদের মাঝে বিরাজ করছে বর্ণিল আবহ। ধর্মপ্রাণ মুসলমানরা অধীর আগ্রহে প্রহর গুণছেন তাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) নেতৃবৃন্দ আশা করছেন ২৯ জানুয়ারী বিকাল ৩টা থেকে পবিত্র আল কোরআনের সুমধুর সুরের ঢেউয়ে ভাসবে পর্যটন শহর ও শহরবাসী। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উপলক্ষে ২৭ জানুয়ারী বিকালে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা জানান, সম্পূর্ণ মানের এই ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্বেরাত সম্মেলনের মঞ্চ ও গেইট তৈরি করা হয়েছে বিশ্বমানের দৃষ্টিনন্দন। এছাড়া মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) কক্সবাজার শাখার আহবায়ক হাফেয রিয়াদ হায়দার, সদস্য সচিব আলহাজ্ব আনিসুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ ও সমন্বয়ক আমিনুল ইসলাম হাসান।

##########################

মানবপাচার ও ইয়াবা রোধে দেশপ্রেম জাগ্রত করা প্রয়োজন- সদর ইউএনও নোমান

এম.এ আজিজ রাসেল ::

কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার সকালে কক্সবাজার হর্টিকালচার ( মাশরুম সম্প্রসারণ কেন্দ্র) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন। বক্তব্যে তিনি বলেন, উন্নত জীবনের আশায় দালাল-ফড়িয়াদের ফাঁদে পড়ে সহজ-সরল মানুষ অবৈধভাবে বিদেশ পাড়ি দেয়ার প্রচেষ্টা করে। ট্রলার করে সাগরপথে স্বপ্নের দেশে যাওয়া অধিকাংশ মানুষের দুঃস্বপ্ন হয়ে যায়। পথিমধ্যে এসব মানুষ দালালদের কাছে জিম্মি হয়ে পড়ে। আর এতে তাদের চাহিদা মতো মুক্তিপণ না দিলে হারাতে হয় জীবন। তাই ইয়াবাসহ মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সবার মাঝে দেশপ্রেম জাগ্রত হওয়া প্রয়োজন। কারণ নাগরিকদের মনে দেশপ্রেম থাকলে স্বদেশবিরোধী কোন কর্মকান্ড করতে বিবেক বাধাঁ দিবে। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমামারের জনগণের মাঝে দেশপ্রেম থাকার কারণে সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এনজিও সংস্থা ইপসা আয়োজিত নিরাপদ অভিবাসন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন টিম লীডার খালেদা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কক্সবাজারকে ইয়াবা এবং মানব পাচার বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে তালিকা করা হয়েছে। যেকোন সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মইনুল হাসান পলাশ, ইপসা কর্মকর্তা জসীম উদ্দিন ও সাদেক।

 

পাঠকের মতামত: