ঢাকা,বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

পেকুয়ায় জিএমসিতে স্টুডেন্ট কেবিনেটে ভোট গ্রহন, তাসফিক-নাবিল-নুরী বিজয়ী

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় মডেল জিএমসি ইনষ্টিটিউশানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শেষ হয়েছে। ২৭ জানুয়ারী নির্বাচনে ভোট গ্রহন অনুষ্টিত হয়। স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৮ টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। এ সময় সর্বোচ্চ ভোট পেয়ে ৬ষ্ট শ্রেনী থেকে ইমতিয়াউর রহমান (তাসফিক) নির্বাচিত হয়েছে। একইভাবে ৭ম শ্রেনী থেকে আবদু রহমান নাবিল বিজয়ী হয়েছেন। ১০ম শ্রেনীতে জয়ী হয়েছেন নাজনীন নুরী মীম। ওই দিন জিএমসিতে ভোট গ্রহন সময় ছাত্র/ছাত্রীদের মাঝে উচ্ছাস ছড়িয়ে পড়ে। প্রার্থীদের রায় দিতে শিক্ষার্থীরা লাইনে সারিবদ্ধ দাড়ায়। ব্যালটে সীল দিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে। জানা গেছে, জিএমসিতে মোট ভোটার সংখ্যা প্রায় ২৫০০ এর অধিক। তবে ওই দিন ভোট প্রয়োগে অংশ নেয় ১২শতেরও বেশী। বিকেলে ফলাফল ঘোষনা করা হয়। এতে সর্বাধিক ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইমতিয়াউর রহমান তাসফিক। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার ওবাইদুর রহমান জিসানের ছেলে। তার এ বিজয়ী খবর এলাকায় পৌছলে তার বাড়িতে বিপুল পরিমান লোকজন সমাগম ঘটে। এ সময় শ্লোগান মুখরিতে তাকে অভ্যর্থনা জানাতে সহপাঠীসহ বিপুল পরিমান তরুন তরুনীরা রাস্তায় বেরিয়ে আসেন। সন্ধ্যার দিকে মিছিল ও গাড়ী যোগে এ ক্ষুদে কেবিনেট সদস্য বাড়িতে পৌছে। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানাতে পরিবারের সকল সদস্য ও গ্রামবাসীরা জড়ো হয়। বাড়িতে পৌছে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। ইমতিয়াউর রহমান তাসফিক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, হ্যান্ডবিলসহ প্রচার পত্র বিলি করে। তার নির্বাচনী প্রচারের সময় বঙ্গবন্ধুর কনিষ্ট সহচর পরিচয় দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছিলেন। তিনটি ছবি ঠাই পেয়েছে তার প্রচার পত্রে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির নিচে তার ছবি সংযুক্ত করা হয়। জানতে চাইলে তাসফিকের দাদা প্রকৌশলী তোফাজ্জল আহমদ জানায়, সে বঙ্গবন্ধুকে এ অল্প বয়সে ধারন করেছে। সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির এ অবিস্মরনীয় নেতাকে তার প্রচারে প্রাধান্য হয়েছে। তাসফিকের বাবা জিসান জানায়, আমার ছেলের এ বিজয়ে আমি সত্যিই আত্মহারা। বিএনপি অধ্যুষিত এলাকায় ছেলের জয় চির স্মরনীয়।

পাঠকের মতামত: