ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মালুমঘাট আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চকরিয়া অফিস:

চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মালুমঘাট আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন দেশকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে মান সম্মত শিক্ষার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্বারুপ করেন তিনি। এসময় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বক্তব্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজ থেকে সমস্ত অপসংস্কৃতি দূর করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত দক্ষ মানবসম্পদ তৈরী করতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ক্রীড়ার অপূর্ব সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা আজ অসাধারণ নৈপুন্য দেখাচ্ছে। অত্র বিদ্যালয়ে ঘাটতি সকল ক্রীড়া সামগ্রীসহ শহিদ মিনার স্থাপনে সহযোগীতার আশ্বাস প্রদান করেন ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু বিবেক চন্দ্র শীল। এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ডুলাহাজারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুবিনুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল হোসেন সওদাগর, পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন, জেসমিন আরা বেগম, মৌং নুরুল আলম ও জাফর আলম। অনুষ্ঠান শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: