ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

অনলাইন সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা -অধ্যাপক আকতার চৌধুরী

চকরিয়া নিউজ ডেস্ক ::

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) সিনিয়র সহ-সভাপতি ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী বলেছেন, অনলাইন সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। দেশের অনলাইন পোর্টালগুলো বিমাতাসূলভ আচরণের শিকার। অনলাইনে প্রতিমুহুর্তের সংবাদ পরিবেশন হয়। কোন ধরণের সুযোগ সুবিধা না পেয়েও অনলাইন গণমাধ্যমগুলো ডিজিটাল বাংলাদেশ গড়তে  অবদান রেখে যাচ্ছে। অথচ অনলাইন নিউজ পোর্টালগুলোর  মাঝে সারাক্ষণ কালাকানুনের  আতঙ্ক বিরাজ করে।
বুধবার (২৪ জানুয়ারী) রাতে প্রবাল দ্বীপে অনলাইন সাংবাদিকদের মিলনমেলায় সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র পূর্বে সভায় আকতার চৌধুরী কথাগুলো বলেছেন।
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) যৌথ আয়োজনে সেন্টমাটিন দক্ষিণ সৈকত সংলগ্ন হোটেল সী প্রবালে মনোজ্ঞ এই আয়োজন সম্পন্ন হয়।

সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)কে সম্মাননা দেয়া হয়। ক্রেস্ট গ্রহণ করেন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। সঙ্গে আছেন যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর, চীফ রিপোর্টার শাহেদ মিজানসহ প্রতিবেদকেরা।

সভায় বক্তব্য রাখেন, আমাদের টেকনাফ ডট কমের সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, চকরিয়া নিউজ ডট কমের সম্পাদক জহিরুল ইসলাম, সিটিএন২৪ ডট কমের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া নিউজ ডট কমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, বার্তা সম্পাদক রফিকুল ইসলাম, সিএসসি২৪ এর সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার সময় ডট কমের সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার কণ্ঠ ডট কমের সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী, কক্সবাজার আলোর সম্পাদক মো. শাহজাহান, কক্সডেই২৪ এর সম্পাদক সেলিম উদ্দিন, সেন্টমার্টিনর বিডিনিউজের সম্পাদক আবদুল মালেক, ওয়ান নিউজের নির্বাহী সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন কক্সবাজার আলোর নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম।
এরপর র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র পরিচালনা করেন কক্সবাজার নিউজের যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর।
র‌্যাফেল ড্রতে সার্বিক সহায়তা করেন কক্সমাল্টিমিডিয়ার পরিচালক শর্ট ফিল্ম নির্মাতা মনছুর আলম।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, ‘প্রবাল দ্বীপে অনলাইন সাংবাদিকদের মিলনমেলা ২০১৮’-তে অর্ধ শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) শেষ হবে এই মিলনমেলা।

পাঠকের মতামত: