ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনের উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সেবা সপ্তাহ পালিত

এম.মনছুর আলম, চকরিয়া:

“বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ স্বাস্থ্য মেধা  সমৃদ্ধির বাংলাদেশ”এই  স্লোগান নিয়ে সারাদেশের  ন্যায় কক্সবাজারের চকরিয়া  উপজেলা প্রশাসনের আয়োজনে  ও উপজেলা প্রাণী সম্পদ  দপ্তরের সার্বিক সহযোগিতায়  বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে  পালিত হয়েছে “প্রাণি  সম্পদ সেবা সপ্তাহ ২০১৮”।২২জানুয়ারী  সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটিকে ঘিরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীটি চকরিয়া উপজেলা চত্বর থেকে শুরু করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:ফেরদৌসী আকতারের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।উক্ত সেবা সাপ্তাহ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা,চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরী,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,চকরিয়া উপজেলা এনজিও সম্বনয়ক ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো.নোমানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,সাংবাদিক,সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।অনুষ্টানে বিভিন্ন খামারীকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পাঠকের মতামত: