ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ::
বিভিন্ন স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকা ও ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে “ চকরিয়ায় গ্রিল ওয়ার্ক সপ মালিক জায়েদকে এলোপাতাড়ী আঘাত করে সন্ত্রাসীদের পলায়ন” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত। আমরা নি¤œস্বাক্ষরকারীগণ উক্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে কথিত চকরিয়ায় গ্রিল ওয়ার্ক সপ মালিক জায়েদকে এলোপাতাড়ী আঘাত করে সন্ত্রাসীদের পলায়নের কথা বলে সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয় বলে দাবী করেছেন। প্রকাশিত সংবাদে চকরিয়া পৌরসভা ০৭নং ওয়াড়র্ের মৌলভীরকুম বাজারের স্থানীয় সমসু মেম্বারের ছেলে নুরু ও তার ভাই সালাহ উদ্দিনসহ কয়েকজনের নাম উল্লেখ করে চাঁদাদাবীর কথা বলা হলেও সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদে কথিত আহত ব্যক্তি জায়েদ ও স্থানীয় সমশুল আলম মেম্বারের ছেলেরা দীর্ঘদিন ধরে সুনামের সহিত পরিবহন ব্যবসা করে আসছে।
ওই দিনের মুলত ঘটনা হচ্ছে, জায়েদ ও হাসানের গ্রিল ওয়ার্কসপে কন্ট্রাকে করা কাজের পারিশ্রমিক বাবত নুরুর ভাগিনা সালা উদ্দিন (১৬) টাকা পাওনা রয়েছে। ভাগিনা সালা উদ্দিন তার পাওনা টাকা চাওয়ায় জায়েদ তাকে টাকা না দিয়ে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এসময় পাশে থাকা সালা উদ্দিনের মামা নুরু কি হয়েছে জানতে চায় এবং জায়েদকে তার ন্যায্য পাওনা টাকা দিয়ে দেয়ার জন্য বললে উভয়ের মধ্যে সামান্য তর্কাতর্কির ঘটনা ঘটেছে। ওই সামান্য ঘটনায় তীলকে তাল করে পাওনা টাকা না দেওয়ার জন্যে চাদাঁবাজির ঘটনা সাজায়। হামলায় আহত হয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে সংবাদত্রে এবং ফেসবুকে মিথ্যা সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তের সৃষ্টি করেছে। তাই মৌলভীরকুম এলাকার সমশুল আলম মেম্বারের ছেলে নুরুন্নবী নুরু ও সালা উদ্দিন এসব মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারী : নুরুন্নবী নুরু ও সালা উদ্দিন পিতা: সামশুল আলম মেম্বার, মৌলভীরকুম, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।

পাঠকের মতামত: