ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খালেদা জিয়া ১৫ দিনের মধ্যে জেলে যাবে -চকরিয়ায় জাতীয় পার্টির সভায়-মশিউর রহমান রাঙ্গা

কক্সবাজার জেলা সংবাদদাতা :

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া মামলায় সাজা খেয়ে জেলে যাবে। বিগত বিএনপি সরকারের আমলে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মো: এরশাদকে কারাগারে কম্বল বিছিয়ে যেভাবে শুয়ানো হয়েছিল, একই পরিণতি ভোগ করবে খালেজা জিয়া। খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ন হয়ে জেলে ঢুকালেও জেলের মধ্যে থেকেই এরশাদ ৫টি আসনে দু’দুবার এমপি নির্বাচিত হয়েছেন।  আজ ১৯ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় জাতীয় পার্টি চকরিয়া উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মো: ইলিয়াছ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, সহসভাপতি ও জেলা কৃষক পার্টির সভাপতি মোশারফ হোসেন দুলাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, জেলা পরিষদের সদস্য রেহেনা খানম রাহু, ডুলাহাজারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী নুরুল আমিন, পৌরসভা সভাপতি জসিম উদ্দিন কমিশনার প্রমূখ। সভায় বক্তারা কক্সবাজার-১ আসন থেকে বর্তমান এমপি হাজী ইলিয়াছকে আগামী নির্বাচনে পূণরায় প্রার্থী ঘোষণা দাবী জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে এমপি ইলিয়াছ বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী হাওয়ার জোয়ার বয়ে এসেছে কক্সবাজারেও। তাকে পূণরায় এ আসন থেকে প্রার্থী দেয়া হলে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাঙ্গা আরো বলেন, রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মণিটরিং কমিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলাম। আমি ওই সময় ঘোষণা করেছিলাম, নির্বাচনে যদি কোন অনিয়ম ও কারসূপী হয়ে তাহলে জাতীয় পার্টি সরকারের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করবো। আরো ঘোষণা দিয়েছিলেন যে, সুষ্ঠূ নির্বাচনে জাতীয় পার্টি অন্তত ১ লাখ ভোটের ব্যবধানে জাপা প্রার্থী বিজয়ী হবে। ইনশাল্লাহ আমার কথা সত্যি প্রমাণিত হয়েছে। একই ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি রংপুর সিটির মতো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় তাহলে জাতীয় পার্টিকে ছাড়া কোন দলই ক্ষমতাতে যেতে পারবেনা। তিনি সভায় কক্সবাজার-১ আসনের এমপি হাজী মো: ইলিয়াছকে আগামী নির্বাচনেও দলের পক্ষ একক প্রার্থী ঘোষণা করেন এবং অচিরেই পল্লীবন্ধু এরশাদকে নিয়ে চকরিয়ায় সফরে আসার প্রতিশ্র“তি দেন।

পাঠকের মতামত: