ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সরকার কক্সবাজারের ক্রীড়া উন্নয়নে যুগান্তাকারী পদক্ষেপ নিয়েছে -চকরিয়ায় মুজিবুর রহমান চেয়ারম্যান

ক্রীড়া প্রতিবেদক ::

চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতাল ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ কর্মচারী ফুটবল লীগে শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ১৩ জানুয়ারী বিকেলে হাসপাতাল মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে মোহামেডান টাইব্রেকারে ৫-৪ গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। দু’দলের উপভোগ্য ম্যাচটি নির্ধারিত সময় গেলে শূণ্য ভাবে শেষ হয়। মোহামেডানের হয়ে টাইব্রেকারে গোল করেন রনি, রেজাউল, নুর মোহাম্মদ, নথনেল ও ভরত চন্দ্র। অন্যদিকে মুক্তিযোদ্ধার মিঠুন, দয়ামোহন, আপন, সাগর গোল করলেও অভিজ্ঞ বিক্রম গোলবারের বাইরে মেরে দলের সর্বনাশ ঘটান। এদিকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন- নিয়মিত ক্রীড়া চর্চা শরীর ও মনকে সুস্থ রাখে। ঐতিহ্যবাহী মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের কর্মচারীদের ফুটবল ট্যাকনিক, ট্যাকটিস সত্যিই মনে রাখার মতো। তিনি বলেন- ক্রীড়া বান্ধব জননেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশের সাথে সঙ্গঁতি রেখে কক্সবাজারের ক্রীড়ার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

এর আগে ম্যাচের উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি। হাসপাতালের সহ-প্রশাসক হাসপাতাল ক্লাবের সভাপতি যোসেফ অমূল্য রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, হাসপাতালের প্রশাসক মি. হেরল্ড এবর্সল, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, মেমোরিয়া খ্রীষ্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনেন্দু বিকাশ দে। ক্লাবের সাধারণ সম্পাদক সুমন নাথ ও সহ সম্পাদক পলাশ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা রুস্তম গণি মাহমুদ, প্যানেল চেয়ারম্যান সওকত আলী, আবু সালাম মেম্বার, রফিক মেম্বার, ক্লাবের সহ-সভাপতি তুহিন সর্দার, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন। পরে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

 

পাঠকের মতামত: