ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় খতিয়ান সৃজনের নামে জমি মালিকের টাকা আত্মসাতের অভিযোগ

এম.জিয়াবুল হক, চকরিয়া :

চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা জমি মালিক জহির আহমদের ৭৫ হাজার টাকা খতিয়ান সৃজনের নামে আত্মসাতের অভিযোগ উঠেছে পেকুয়া উপজেলা ভূমি অফিসের পিয়ন প্রণব দাশের বিরুদ্ধে। বুধবার চকরিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছে ভুক্তভোগী জহির আহমদ এ ধরণের অভিযোগ করেছেন।

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার বাসিন্দা জহির আহমদ অভিযোগ করে বলেন, পেকুয়া উপজেলা ভূমি অফিসের পিয়ন প্রণব দাশ আগে চকরিয়ায় ভ’মি অফিসের অধীনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত অবস্থায় আমার কাছ থেকে ৫টি নামজারী খতিয়ান সৃজন করে দেয়ার কথা বলে ৭৫ হাজার টাকা নেন। দুই বছর অতিবাহিত হলেও সে বারবার কালক্ষেপন করে অদ্যবদি খতিয়ান দিতে পারেনি। সর্বশেষ গতকাল মোবাইলে খতিয়ানের কথা জিজ্ঞেস করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরো দাবী করেন, প্রণব বিভিন্ন সময়ে বলে কেউ আমার কিছু করতে পারবেনা।

ভুক্তভোগী জহির আহমদ জানিয়েছেন, অভিযুক্ত প্রনব দাশের বিরুদ্ধে খতিয়ান সৃজনের নাম দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ রয়েছে।#

পাঠকের মতামত: