ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ অভিযান ৭ গাড়ি ও বিপুল বনজদ্রব্য আটক

চকরিয়া অফিস:

কক্সবাজার উত্তর বন বিভাগ গত এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বনজদ্রব্যবাহী ৭টি গাড়ী আটক করে। এসময় বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিপুল পরিমান অবৈধ কাঠ, বালি ও ফার্নিচার আটক করে। বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে চকরিয়া ছিকলঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন ও গামার গোলকাঠবাহী ১টি ট্রাক আটক করে নলবিলা কাম চেক ষ্টেশন হেফাজতে রাখা হয়। অভিযান পরিচালনায় অংশ গ্রহণ করেন কক্সবাজার উত্তর বন বিভাগের বাকখালীর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, সদরের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান ও ঈদগড়ের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকসহ বিশেষ টহল দলের সদস্যরা।

রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহাী ও মো. মেহেদী হাসান জানান, বন বিভাগের এ ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৭টি গাড়ী, ৫১০ ঘনফুট মূল্যবান কাঠ, ৯০ ঘনফুট পাহাড় কাটা বালি ও বিপুল পরিমান বিভিন্ন প্রজাতির ফার্নিচার।

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বন ধ্বংসকারীদের সাথে কোন আপোষ করা হবে না। ##

পাঠকের মতামত: