ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজ দলের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি ঃ

গত ৭ জানুয়ারি ২০১৮ তারিখ চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত ‘দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা-২০১৭’ এর প্রথম রাউন্ডে কক্সবাজার সততা সংঘ ও বান্দরবান সততা সংঘের মধ্যে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দূর্নীতির বিস্তার ঘটে” শীর্ষক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার সততা সংঘ (কক্সবাজার সরকারি কলেজ দল) বান্দরবান সততা সংঘকে পরাজিত করে। পরবর্তীতে চট্টগ্রাম সততা সংঘ ও কক্সবাজার সততা সংঘের মধ্যে “দূর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়”-এ বিষয়ের উপর বির্তক অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার সরকারি কলেজ দল প্রাক্-প্রাথমিক গ্রুপে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। কক্সবাজার সরকারি কলেজ দলের বিতার্কিক দলের সদস্য ছিল- একাদশ বিজ্ঞান বিভাগের অর্পিতা শর্মা, সেফায়েত-এ জান্নাত ইফাত, মোহাম্মদ মোবারক হোসেন, মিশকাত উদ্দিন, রাফীনুল ইসলাম, নুসরাত জাহান নুহী, জান্নাতুল নাঈম সুইটি এবং একাদশ ব্যবসায় শিক্ষা শাখার মেরাজ মুনতাহা। মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মিঠুন চক্রবর্তী।

৮ জানুয়ারি দুপুর ১:০০ টায় কক্সবাজার সরকারি কলেজ বির্তাকিক দলকে অভিনন্দিত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক মুজিবুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক আমান উল্লাহসহ অন্যান্য বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলীগণ। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী বির্তাকিকদেরকে আরো অনুশীলনের মাধ্যমে সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণ করে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদেরকে দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

পাঠকের মতামত: