ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রেললাইন দ্রুত বাস্তবায়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার- জেলা প্রশাসক

ফারজানা পারভিন, কক্সবাজার ::

দোহাজারী থেকে রামু – কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন প্রকল্পের অধিগ্রহনকৃত জমির দখল হস্তান্তর ও ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারী সোমবার সকাল ১১ টায় ঝিলংজাস্থ প্রস্তাবিত রেললাইন ষ্টেশন প্রাঙ্গনে বাংলাদেশ রেলওয়ে ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সহযোগীতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।

এ সময় তিনি বলেন,কক্সবাজারবাসী তথা পর্যটকদের দীর্ঘদিনের স্বপ্ন সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগকে আন্তর্জাতিক মানে উন্নীত হওয়া। তাই এ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি বছরের জুন মাসের মধ্যেই পুরোদমে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে শুধু দেশ নয়, বিদেশ থেকেও হাজার হাজার পর্যটক কক্সবাজারে আগমন ঘটবে। এ প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা ঝিনুক আকৃতির কক্সবাজার রেল স্টেশন।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মো: আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প পরিচালক মফিজুর রহমান, রেলওয়ের উপ-পরিচালক মো: আবুল কালামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভা শেষে রেল লাইন প্রকল্প পরিচালক মফিজুর রহমান ও রেলওয়ের উপ-পরিচালক মো: আবুল কালামের কাছে অধিগ্রহনকৃত জমির দলিল ও দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক মহোদয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন রুবেল, জনপ্রতিনিধি,কানুনগোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে প্রথম পর্যায়ে সদর উপজেলার অধিগ্রহণকৃত জমি মালিকদের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করা হয়। এরপরে প্রস্তাবিত রেলষ্টেশনের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অন্যান্যরা।

পাঠকের মতামত: