ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মেরিন ড্রাইভ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

শাহেদ মিজান, কক্সবাজার :
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরো হয়েছেন সিএনজির অপর তিন যাত্রী। সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেরিনড্রাইভ সড়কের রামুর খুনিয়াপালং পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম দূর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)। বাকি একজনে পরিচয় তাৎক্ষণিক কেউ জানাতে পারেননি। তিনজনের মাঝে চালকসহ দু’জন স্পটে এবং বাকিজন কক্সবাজার সদর হাসপাতালে মারা যান বলে জানিয়েছে পুলিশ। আহত অপর তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পর্যটক বোঝাই ইনানী অভিমূখী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৩৫২৮) মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে কক্সবাজার অভিমূখী কক্সবাজার-থ-১১-২৪৬৪ নাম্বারধারী সিএনজি টেক্সীর মুখোমূখী সংঘর্ষ লাগে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারাযান চালক আবছার ও অজ্ঞাতনামা এক যাত্রী। সিএনজিতে থাকা বাকি চার যাত্রিকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর পরই মারা যান ছৈয়দুল ইসলাম। বাস চালকের হেলপারকে আটক করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টীম পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত সিএনজি ও বাসটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করেছে রেজুখাল এলাকায় বসা বিজিবি যৌথ চেকপোস্টে দায়িত্বরতরা। আর দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করেছে হিমছড়ি পুলিশ।

পাঠকের মতামত: