ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঝিনুকমালা খেলাঘরের জেএসসি’র কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা

বার্তা পরিবেশক :
কক্সবাজারের শ্রেষ্ঠ জাতীয় শিশু কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের উদ্যোগে গত ৫ জানুয়ারী জেএসসি’র কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধিত করা হয়েছে। এতে ঝিনুকমালা প্রশিক্ষন একাডেমির শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনুকমালার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ এম. সিরাজুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীর অনেক জ্ঞানী মানুষ একাডেমি শিক্ষায় শিক্ষিত না হয়েও আজ তাদের দেয়া শিক্ষায় শিক্ষা শিক্ষা কার্যক্রম চলছে। তাদের জীবনী নিয়ে গবেষনা করে ডক্টরেক্ট ডিগ্রী অর্জন করছে। তাই একাডেমী শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে সৃষ্টিশীল হতে হবে, প্রকৃত মানবিক মানুষ হতে হবে। আধুনিক সৃষ্টিশীল বিজ্ঞান মনস্ক মানুষ গড়তে হলে খেলাঘরের আদর্শে শিশুদের উজ্জ্বীবিত হতে হবে। তিনি শারিরীক ও মানসিক বিকাশে এবং শিশু অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ঝিনুকমালার সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক শর্মা দীপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা সম্মিলিত সাংসকৃতিক জোটের সহসভাপতি খেলাঘর সংগঠক কায়ছারুল হক জুয়েল, খেলাঘর কেন্দ্রিয় কমিটির জাতীয় পরিষদ সদস্য বিশ্বজিত পাল বিশু, ঝিনুকমালার প্রশিক্ষন একাডেমির পরিচালক ডা: চন্দন কান্তি দাশ, কক্সবাজার ঝিনুকমালা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাজীব দেবদাশ, সংগীত বিভাগের প্রধান রীতা দাশ, নৃত্য প্রশিক্ষক সেঁজুতি শর্মা, চিত্রাংকন প্রশিক্ষক মো: নাছির উদ্দিন, তবলা প্রশিক্ষক সচিব কর্মকার তিলক, ঝিনুকমালার কর্মকর্তা শাহরিয়ার রিয়াদ মো: আরাফাত সাইফুল আদর, প্রশান্ত মিত্র, মো: আবছার উদ্দিন, আসিফ সাইফুল আবির, চন্দন দাশ, বৃষ্টি বড়–য়া, পপি ভট্রাচার্য্য, নয়ন চক্রবর্তি, দুর্জয় বড়–য়া, জয় চক্রবর্তি, সালাহউদ্দিন, অতুনু দাশ, মৌরী বুড়য়া জয় প্রমুখ।

পাঠকের মতামত: