ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পর্যটন শিল্প ও তথ্য প্রযুক্তির প্রসারে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে -রামুতে গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড় অনুষ্ঠানে বক্তারা

সোয়েব সাঈদ, রামু ::

রামুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড়। উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। শুক্রবার (৫ জানুয়ারি) রামু কলেজ মিলনায়তনে বেলা দুইটায় এ অনুষ্ঠানের আয়োজন করে সেবামূলক ইংরেজী ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার। অনুষ্ঠানে দুটি পর্বে ছিলো, ইংরেজী ভাষায় বিতর্ক ও সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, রামু কেবল দেশে নয়, আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিত নাম। রামুতে পর্যটনের অবারিত সম্ভাবনাকে কাজে লাগাতে এবং তথ্য প্রযুক্তির প্রসার ঘটনাতে হলে এখানকার জনগোষ্ঠিকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব রামুতে ইংরেজী ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবার মাধ্যমে এ উদ্যোগ চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকরা যা করতে পারছে না, এ ক্লাবের সদস্যরা সে দায়িত্ব পালনে এগিয়ে এসেছে। একারনে উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড় এর সমন্বয়কারি মো. শাহেদুল ইসলাম রায়হান। বিশিষ্ট ব্যবসায়ি ও শিক্ষানুরাগি ইউনুচ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের সহকারি অধ্যাপক নিজামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, লেখক এম সুলতান আহমদ মনিরী, রামু কলেজের শিক্ষক মানসী বড়–য়া, চৌমুহনী বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়–য়া, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, দৈনিক সমকাল এর রামু প্রতিনিধি খালেদ শহীদ, দৈনিক আমাদের সময় এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাজাইর শামীমুল ইসলাম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ প্রমূখ।

মাহবুবা আকতার সুইটির অনুষ্ঠানে গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার এর সভাপতি মো. আবুল কাশেম, সহ সভাপতি শফিউল্লাহ কাউছার, গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের সহকারি সমন্বয়কারি মো. ইব্রাহিম, ওরালকক্স ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি নুরুল আজিম, কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষিকা আনোয়ারা বেগম, শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা রানী।

সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতায় অংশ নেয়, উপজেলার ৮টি মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে আলহাজ¦ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের তানভীন আহমেদ তানিয়া প্রথম, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সাদিয়া সুলতানা রিফা দ্বিতীয় এবং কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের মিল্কী ধর তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে “একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায় দূর্ণীতি” বিষয়ক সংসদীয় পদ্ধতির পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন, গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টারের ৬জন ছাত্র-ছাত্রী। প্রতিযোগিতায় বিরোধী দল বিজয়ী হন। এতে সরকারি দলের পক্ষে শাহনিবরাজ (দলনেতা), মোস্তাক মিয়া, তাসমিন আকতার লিজা, বিরোধী দলের পক্ষে সারাওয়াত মুনির সাকিফা (দলনেতা), মীজা আসিফ ও শরিফুল ইসলাম হৃদয় অংশ নেন। এতে স্পীকার ছিলেন, শফিউল্লাহ কাউছার। এতে বিচারক ছিলেন, অধ্যাপক নিজামুল হক, কবি এম সুলতান আহমদ মনিরী ও সৈয়দ নজরুল ইসলাম।

গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার এর সভাপতি মো. আবুল কাশেম জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সব পেশার মানুষকে ইংরেজি শিক্ষায় দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ সংগঠনের প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য। অলাভজনক এ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত একঝাঁক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের প্রচেষ্টায় এ অনুষ্ঠান সফলভাবে আয়োজন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সদস্য এবং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকের মতামত: