ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

৫ই জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে বিএনপি

অনলাইন ডেস্ক ::

দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ৫ই জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সারা দেশে জেলা-উপজেলা সদরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন। সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কাছে আবেদনও করেছে বিএনপি। তবে এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকে ৫ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার কথা জানিয়েছে ডিএমপি। সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, ভোটারবিহীন বর্তমান সরকার গায়ের জোরে ২০১৪ সালের ৫ই জানুয়ারি একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করে। বিএনপি এ দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র অপহরণ দিবস হিসেবে পালন করে আসছে।

আমরা ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছি। একই সঙ্গে আগামী ৫ই জানুয়ারি সারা দেশে জেলা-উপজেলা সদরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। তবে কালো পতাকা মিছিল কর্মসূচি ঢাকা মহানগরের আওতার বাইরে থাকবে। সমাবেশের অনুমতির বিষয়ে রিজভী বলেন, আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের কাছে অনুমতি চেয়ে শনিবার চিঠি দিয়েছি। আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা জানতে পারিনি। তবে ৫ই জানুয়ারি আমরা জনসভা অনুষ্ঠানের সব প্রস্তুতি রাখছি। ৫ই জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ নিয়ে তিনি বলেন, আমাদের জানা মতেÑ কেউ ওই দিন সমাবেশের অনুমতি চায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে থাকবেন কি না- এই প্রশ্নের জবাবে রিজভী বলেন, সময় হলে আপনাদের জানানো হবে। সংবাদ ব্রিফিংয়ে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মুনির হোসেন ও রফিকুল ইসলাম মাহতাব উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: