ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় হেলথ কেয়ার সেন্টার তৈরী করছে সুইস রেডক্রস

ফারুক আহমদ, উখিয়া ::

সুইজার ল্যান্ড ভিত্তিক সুইস রেডক্রস বিপন্ন রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের নির্মাণ কাজ শুরু করেছে।

গতকাল রবিবার সকালে উখিয়ার থাইংখালী তাজুনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো: সিরাজুল ইসলাম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সুইস রেডক্রস ও বাংলাদেশ রেডক্রিসেন সোসাইটি পরিচালিত এবং ডিএপিএস’র অর্থায়নে প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন কালে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ফিল্ড কো-ডিনেটর ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুইস রেডক্রসের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইলিয়াছ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট ম্যানেজার মো: নুর নবী, সুইস রেডক্রসের ফজলুর রহমান। এসময় সেনাবাহিনীর অফিসার, সরকারী কর্মকর্তা ও ক্যাম্প ব্যবস্থাপনার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সুইস রেডক্রসের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইলিয়াছ জানান, ডিএপিএস পরিচালিত প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারে রোহিঙ্গাদেরকে স্বাস্থ্য সেবার পাশা-পাশি হাইজিং, ওয়াশ, মাতৃস্বাস্থ্য, শিশু সু-রক্ষা মানষিক স্বাস্থ্য সেবার উপর কাজ করবে। এছাড়াও অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে হেলথ কেয়ার সেন্টারে একটি পুষ্টিকনিকা কর্ণার চালু থাকবে। তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সম্মত স্যানেটারি ল্যান্ট্রিন তৈরি, গভীর নলকূপ স্থাপন সহ নানা মানবিক সহায়তা কর্মসূচী চালিয়ে যাচ্ছে সুইস রেডক্রস।

 

 

পাঠকের মতামত: