ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জাল বন্ধে জরুরী সভা

চকরিয়া অফিস:

চকরিয়ায় মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জাল বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ডিসেম্বর বিকাল চারটায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমি’র সভাপতিত্বে সভায় নিষিদ্ধ জাল বন্ধের জন্য কঠোরভাবে দমনের সিন্দ্বান্ত নেওয়া হয়। অবৈধ কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধনের ফলে মৎস্য সম্পদ ঝুঁকির মধ্যে রয়েছে। বিপদে আছে নদী, সাগর ও খাল-বিলের বিভিন্ন প্রজাতির মাছ। কারেন্ট জাল, চর জাল, মশুরি জাল, বিহিঙ্গি জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল দিয়ে মৎস্য ধরার কারণে বংশ বিস্তারে মা-মাছও থাকছে না। দ্রুত সময়ে অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। নিষিদ্ধ বিভিন্ন জালের ব্যবহার বন্ধে আগামী মাসে সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, কক্সবাজার ক্ষুদ্র মৎজীবি সমিতির সভাপতি আশরাফ আলী, জেলে সম্প্রদায়ের প্রতিনিধি জামাল উদ্দিন, চকরিয়া থানা প্রতিনিধি, কোস্টগার্ড প্রতিনিধি ও বদরখালী নৌ-পুলিশ ফাড়ি প্রতিনিধি। ##

পাঠকের মতামত: