ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাঁওতে করাত কল ও অবৈধ স্থাপনা সীলগালা

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে অবৈধ করাতকল ও স্থাপনায় অভিযান চালিয়ে সীলগালা করে  দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৬ ডিসেম্বর দুপুর ১২ থেকে বিকাল ৩ পর্যন্ত সদরের সহকারী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মোঃ নাজিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ, বিজিবি, আনসার, তহসিলদার অফিসের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।এ সময় পান বাজার এলাকায় সরকারী খাস ভুমি দখল করে টিন দিয়ে ঘেরা করা রাখা সীমানা উচ্ছেদ ও স্থাপিত দোকান ঘরে সীলগালা দেওয়া হয়। পরে বাঁশঘাটা ও বংকিম বাজার এলাকায় অবস্থিত দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন করাত কলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় জামাল, কামাল, হুমায়ন, কায়েস, বশির আহম্মদ,  মুসলিম, আহম্মদ ছৈয়দ, আশু আলী মাঝি, নজরুল, আবুল হোসেনের মালিকাধীন করাত কলে সীলগালা করে দেওয়া হয়। এসিল্যান্ড নাজিম উদ্দীন জানান, বাজার  ফেরি ফেরি করার উদ্দ্যেগ নিয়েছি। কাজ প্রায় ৮০% হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নির্দেশে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আদালতের সাথে ছিলেন ঈদগাঁও ভুমি অফিসের তহসীলদার আনোয়ারুল আজিম, সহকারী তহসীলদার খালেদা বেগমসহ অপরাপর কর্মকর্তা কর্মচারীরা।

পাঠকের মতামত: