ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের ৩৩৩২ টন খাদ্যশস্য নষ্ট হওয়ার উপক্রম

কক্সবাজার প্রতিনিধি ::

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তিন হাজার তিনশ’ ৩২ টন খাদ্যশস্য নষ্ট হতে চলেছে। এক মাসের মধ্যে এসব খাদ্যশস্যের মেয়াদ উত্তীর্ণ হবে। তাই আগামী ২০ দিনের মধ্যে বিতরণ করতে চায় কক্সবাজার জেলা প্রশাসন। এ অল্প সময়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে শ্রমিক মজুরি, পরিবহন ও হ্যান্ডেলিং খাতে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর এ সংক্রান্ত একটি চিঠি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেন। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ার জন্য ৩৩৩২ টন সহায়তা বিভিন্ন ব্যক্তি, সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা ও বিদেশ থেকে বিভিন্ন সময়ে পাওয়া গেছে।
এরপর এসব পণ্য কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা খাদ্যগুদামে মজুত করা হয়। মজুত করা ত্রাণসামগ্রীর মধ্যে শুধু খাদ্যসামগ্রী রয়েছে ৩৩৩২ টন। দুর্যোগ সচিবের কাছে পাঠানো কক্সবাজারের ডিসি’র চিঠিতে বলা হয়েছে, ৩৩৩২ টন খাদ্যসামগ্রীর মধ্যে কিছু কিছু খাদ্যসামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য জরুরিভাবে খাদ্যসামগ্রীগুলো বিতরণের প্রয়োজনীয়তা রয়েছে। ২০ দিনের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণের অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণে শ্রমিক মজুরি, পরিবহন ও হ্যান্ডেলিং খাতে ৫০ লাখ টাকা চাওয়া হয়েছে। একই চিঠিতে ৭৫ লাখ ৭০ হাজার ৫৫২ টাকা ব্যয়ের অনুমতি দেয়ার জন্য অনুরোধ জানিয়ে কক্সবাজারের ডিসি’র চিঠিতে বলা হয়, বিভিন্নভাবে খাতওয়ারি বিভাজন করে ৭৫ লাখ ৭০ হাজার ৫৫২ টাকার ব্যয় বিবরণী পাঠানো হয়। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে বরাদ্দ বা স্থানীয় পর্যায়ে গঠিত ব্যাংক তহবিল থেকে ব্যয়ের অনুমতি পাওয়া যায়নি।

পাঠকের মতামত: