ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফ পৌরসভার বিশাল আয়োজনে‘মেয়র শিক্ষা বৃত্তি’ সম্পন্ন

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ::
টেকনাফ পৌরসভার ‘মেয়র শিক্ষা বৃত্তি’ সম্পন্ন হয়েছে। এতে পৌরসভা এলাকার ৯ টি প্রাথমিক ও এবতেদায়ী নুরানী শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করেন।
২৩ ডিসেম্বর শনিবার টেকনাফ উপজেলা আদর্শ কমপ্লেক্স কেজি স্কুলে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম উপস্থিত থেকে সূষ্টু ও সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠানের জন্য সার্বক্ষণিকভাবে তদারকি করেন।
জানা যায়, শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা টেকনাফ পৌরসভার জনগোষ্টির শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে টেকনাফ পৌরসভার নিজস্ব তহবিল হতে ২০১৭-১৮ অর্থ সনের বরাদ্ধের আওতায় প্রতি বছর ‘মেয়র শিক্ষা বৃত্তি’র জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রথমবারের মত পৌরসভা আওতাধীন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেয়র শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়েছে। এতে টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন, টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ জন, জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ জন, টেকনাফ মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯ জন, টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ কেজি স্কুল ১০ জন, ইডেন কিন্ডার গার্টেন স্কুল ৫ জন, ইকরা কিন্ডার গার্ডেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ৪ জন, আল জামেয়া আল ইসলামীয়া নুরানী মাদ্রাসা ১০ জন ও আয়েশা ছিদ্দিকা (রাঃ) বালিকা নুরানী মাদ্রাসার ৯ জনসহ মোট ৭৭ শিক্ষার্থীর মধ্যে সর্বশেষ ৭৫ শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। পরিক্ষা শেষে বিকাল ৪ টায় ফলাফল ঘোষনা করা হয়। এতে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়ে যথাক্রমে টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র নিলয় দে, টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ কেজি স্কুলে ছাত্র মোঃ ইসরত হোসেন ও একই স্কুলের সাইফুর রহমান। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন যথাক্রমে টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ কেজি স্কুলের মাহিশা করিম, আল জামেয়া আল ইসলামীয়া নুরানী মাদ্রাসার মুশফিকুর রহমান, টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ কেজি স্কুলের নাজমা আক্তার, ইডেন কিন্ডার গার্টেন স্কুলের তন্নয় দত্ত সুদীপ্ত।
এর পূর্বে যথা সময়ে পরিক্ষা শুরু হলে পৌরসভার কর্মকর্তাবৃন্দ ৪ টি পরিক্ষা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এসময় টেকনাফ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আশিষ বোস, অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক মং উইন মিন, আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস লতিফা ছিদ্দিকী, টেকনাফ পৌর কাউন্সিলর মাওঃ মুজিবুর রহমান, আবু হারেছ, একরামুল হক, আবদুল্লাহ মনির, শাহ আলম, হোছাইন আহমদ, মনিরুজ্জামান, রেজাউল করিম মানিক, কুহিনুর আক্তার ও গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্যে মোহাম্মদ আলম বাহাদুর, আবদুল গফুর শরীফ, জহির আহমদসহ শিক্ষক, সাংবাদিক ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষা ফলাফল ঘোষনা শেষে টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেন, শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্টীকে শিক্ষার মান উন্নয়ন ও অগ্রসর করার লক্ষে মেয়র শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে এধারা অব্যাহত থাকবে এবং পরিক্ষা সুষ্টু ও সফলভাবে সমপন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত: