ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত জেএসসি পরীক্ষার শিক্ষার্থীর মৃত্যু

আইরিন সোলতানা রুমি, চকরিয়া :

]চকরিয়ায় জেএসসি পরীক্ষার ফল প্রার্থী মামুনুর রশিদ মামুন(১৪)নামের এক স্কুল শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত ছাত্র মামুন উপজেলার উপকূলীয় বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুলের জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রার্থী ও লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের মোস্তফিজুর রহমানের পুত্র।গত২০ ডিসেম্বর বদরখালী-মহেশখালী সড়ক পথে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ী লোহাগাড়া উপজেলার আধুনগর যাওয়ার পথে পথিমধ্যে দুর্ঘটনায় গুরুতর আহত হয়।আহত ছাত্র মামুনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে ভর্তি করা হয়।নিহত ছাত্র মানুন চমেক হাসপাতালে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২২ ডিসেম্বর শুক্রবার দুপর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তার মৃত্যুর সত্যতার বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক মিনহাজ উদ্দীন নিশ্চিত করেন।

সূত্রে জানাগেছে,উপজেলার উপকূলীয় বদরখালী বাজারস্থ সোনালী ব্যাংকের নিচে মহানগর কুলিং কর্ণারের মালিক ও লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে  ব্যবসা করে আসছিল।ব্যবসার সুবাধে তার পুত্র মামুনকে লেখা-পড়ার জন্য বদরখালীতে নিয়ে আসেন।নিহত মামুনকে বদরখালী লিটল জুয়েলস সমবায় স্কুলে ভর্তি করানো হয়।চলতি বছরে ২০১৭সালে লিটল জুয়েলস সমবায় স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল ছাত্র মামুন।গত ২০ডিসেম্বর বুধবার মটরসাইকেল যোগে বদরখালী থেকে চকরিয়া যাওয়ার পথে কেবি জালাল উদ্দীন(বদরখালী-মহেশখালী)সড়কে মটরসাইকেল ও টমটম গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মামুন।সর্বশেষ ২২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারায় ছাত্র মামুন।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,এ ধরণের দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার খবর এখনো পাইনি।এবং কেউ থানায় অবগত করেনি।তবে এ বিষয়ে খোজ নেয়া হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: