ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

যুব গেমস অনুর্ধ্ব ১৭ ফুটবল কক্সবাজার চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ যুব গেমস ফুটবল প্রতিযোগিতায় কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে হট ফেভারিট চকরিয়া উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল।  (২০ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চকরিয়া উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ৩-০ গোলে শক্তিশালী মহেশখালী উপজেলা ফুটবল দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে খেলার ধারার বিপরীতে কাউন্টার এ্যাটাক থেকে গোল করে মহেশখালীকে ১-০ এগিয়ে দেন স্ট্রাইকার রাশেদ। দ্বিতীয়ার্ধের আট মিনিটে চকরিয়ার মিডফিল্ডার ফয়সাল বা প্রান্ত দিয়ে ঢুকে মহেশখালীর গোল মুখে চমৎকার ক্রস করে। উপায় না দেখে হাত দিয়ে বল ঠেকিয়ে দেয় মহেশখালীর ডিফেন্ডার। রেফারী শফি সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে চকরিয়াকে ১-১ এ সমতায় ফেরায় স্টাইকার সাগর। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে চকরিয়ার মিতুন, সাগর, ফয়সাল গোল করলেও মহেশখালীর ২টি পেনাল্টি শট বাইরে যায় এবং অপর ১টি শট চকরিয়ার গোলরক্ষক জোবায়ের ঠেকিয়ে দেয়। এদিকে দু’দলের উপভোগ্য ম্যাচ মাঠে বসে উপভোগ করেন, মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, ফুটবল সম্পাদক রাশেদ হোছাইন নান্নু, সদস্য রতন দাশ, শাহীনুল হক মার্শাল, প্রভাষক জসিম উদ্দিন, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল ্ আজিজ সুজন প্রমূখ। এদিকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ যুব গেমসে মর্যাদাকর ফুটবল ইভেন্টে চকরিয়া উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল কক্সবাজার সেরা হওয়ায় খেলোয়াড় কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা নিবাহী অফিসার শিবলী নোমান, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, কোচ নুরুল আবছার, টিম ম্যানেজার শিক্ষাবিদ আবদুল মালেক, নজরুল বাবু, নুরুল আনচার প্রমুখ। এর আগে গতকাল সকালে একই মাঠে অনুষ্ঠিত সেমি ফাইনালে মহেশখালী ফুটবল দল ২-১ গোলে স্বাগতিক সদর উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠে। এছাড়া যুব গেমস এর হ্যান্ডবল ও হকি ইভেন্টে কক্সবাজার সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

পাঠকের মতামত: