ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তেই কাজ করছে ছাত্রশিবির

121206_1সংবাদ বিজ্ঞপ্তি:
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি সালাউদ্দিন মাহমুদ বলেন ইসলামী ছাত্রশিবির বাংলার এ জমিন সন্ত্রাস,দুর্নীতি, অপসংস্কৃতির করাল গ্রাস থেকে মুক্ত করে একটি সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই শিবির দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে মেধাবী ছাত্রদের মেধার সংবর্ধনা, অসহায়ের প্রতি সদয়, ছাত্রদের জাগতিক শিক্ষার পাশাপাশি পরকালীন মুক্তির কথা স্মরণ করে দেয়া সহ প্রত্যেক আপদকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিবিরের এ ধরনের গঠনমূলক কাজ আদর্শিক লড়াইয়ে পরাজিত, লেজুড় বৃত্তিক শক্তি সহ্য করতে না পেরে বার বার প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এরা বিভিন্ন সময়ে শিবিরের বিরুদ্ধে নানা মিথ্যা,জঘন্য অপবাদ দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে যা এখনো চলমান। এ সকল অশুভ শক্তি নিজেদের বিভিন্ন অপকর্মের মাধ্যমে দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নস্যাৎ করে সেখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে যাচ্ছে। তাদের এহেন শিক্ষা বিরোধী কাজে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কোন রকম বাধা দেয়া তো দূরের কথা বরং উল্টো সহায়ক শক্তির ভূমিকা পালন করছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর বিবেক, বুদ্ধি, সম্মান বন্ধক রেখে সন্ত্রাসীদের পক্ষাবলম্বন না করে সাধারন ছাত্রদের মনের ভাষা অনুধাবন ও তাদের পড়া লেখার পথ সুগম রাখতে যথাযথ সহযোগিতা করার জন্য আহবান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ (০৬/০২/’১৬) এসব কথা বলেন। নগর উত্তর সেক্রেটারী এম টি ইসলামের পরিচালনায় এতো আরো বক্তব্য রাখেন শিবির নেতা এস,কে সিকদার, এম,এস ছিদ্দিক, এইচ,এম রাশেদ, মামুন বিন মফিজ, কামাল কুতুবী, এস এম আমান, কুতুবুর রহমান প্রমুখ। শিবির নেতারা বিবেক বর্জিত কাজ বাদ দিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যথার্থ ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালীটি নগরীর গুলজার মোড় থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন করে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় র‌্যালীতে অংশগ্রহনকারী সবাই বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে প্রতিষ্ঠা দিবস সফল করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত: