ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -চকরিয়ায় সালাহউদ্দিন সিআইপি

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ্্ উদ্দিন আহামদ সি.আই.পি. বলেছেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী পরিকল্পনার ফলে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর মানচিত্রে মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। গতকাল ১৭ ডিসেম্বর চকরিয়া জনতা শপিং টাওয়ারে মুক্তিযুদ্ধের বিজয় উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন।

সালাহ্্ উদ্দিন আহামেদ বলেন- বিএনপি’র কু-শাসনের ফলে দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছিল এবং ১/১১’র মতো অনাকাঙ্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সু-শাসনের কারণে আজ দেশ জঙ্গীবাদ মুক্ত। তিনি দেশকে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- জেলা আওয়ামীলীগের সহ- এডভোকেট আমজাদ হোসেন, প্রধান বক্তা ছিলেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, এছাড়াও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এম. কামাল হোছাইন (সাবেক ইউপি চেয়ারম্যান- ডুলাহাজারা), জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন আহামদ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিতুন, সদস্য মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম. গিয়াস উদ্দিন, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ নেতা এরফান উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাষ্টার মোহাম্মদ আলী, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার শফিউল ইসলাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাষ্টার আনোয়ার হোছাইন, মাতামহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ নেতা বাহাদুর আলম, সাইফুল ইসলাম, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক জিয়াবুল করিম, চকরিয়া পৌর কৃষকলেিগর সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্্ ফারুক লোটাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ, যুবলীগ নেতা রেফায়েত সিকদার, মিজানুর রহমান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহ্্ উদ্দিন বেলাল, চকরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন বাপ্পী, আবু ইউসুফ জয়, ও রাজু দাশ প্রমুখ করেন। সভা পরিচালনা করেন- চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজার জেলায় বর্তমানে উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে, এগুলোর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আওয়ামীলীগের প্রত্যেক নেতা-কর্মীকে একেকজন বার্তা বাহকের ভ’মিকা পালন করতে হবে।

চকরিয়া-পেকুয়াকে উন্নয়নে ঢেলে সাজাতে হলে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে -আলহাজ জাফর আলম

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ ও ২ নম্বর নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ১৭ ডিসেম্বর বিকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাস্টার আবদুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমদ কবির, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন।

অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে জনগনের জন্য কাজ করেছে। দেশের জন্য কাজ করেছে। কারন জননেত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণ সাধনের জন্য।

উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সমগ্র দেশে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, তেমনি চকরিয়া-পেকুয়া জনপদেও উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। এখানে আওয়ামীলীগ সরকার বিগত সময়ে হাজার কোটি টাকার উন্নয়ন করেছে। আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। চকরিয়া-পেকুয়া জনপদে আওয়ামীলীগের এমপি নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের প্রয়োজনে, সুন্দর চকরিয়া-পেকুয়া বির্নিমানে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

##############

চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয় স্তরে সরকারিভাবে প্রথম স্থান অর্জন করলো বর্ণমালা একাডেমী স্কুল

চকরিয়া দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের উপর অসাধারণ ডিসপ্লে প্রদর্শন করছেন বর্ণমালা একাডেমীর শিক্ষার্থীবৃন্দ।

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

২০১৭ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের উপর অসাধারণ ডিসপ্লে প্রদর্শন করে চকরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় স্তরে সরকারিভাবে প্রথম স্থান অর্জন করলো বর্ণমালা একাডেমী স্কুল। ১৬ ডিসেম্বর চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন ধরণের ডিসপ্লে প্রদর্শন করেন। পরে অতিথি ও বিচারকদের রায়ে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলা পর্যায়ে সেরা নির্বাচিত হন চকরিয়া থানা সেন্টারে মনোরম পরিবেশে অবস্থিত শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমী স্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বিজয়ী বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলালের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সহকারি কমিশনার ভুমি খন্দকার ইখতিয়ার উদ্দিন, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নুরুল আবছার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসি আক্তার দিপ্তী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে

স্কুলের শিক্ষক সিরাজুল গনী ছোটন, সরওয়ার উদ্দিন, মুন্নি, রুবেল, আজাদ, ইমন, নাজনীন, মুক্তা, সাবিনা, মালেকা, বিউটি, এলভি। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর মধ্যে মানপত্র পাঠ করেন লিজা ও সাদিয়া এবং স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

###########

আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করতে

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের জেলা কমিটির আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রস্তুতিসভায় বক্তব্য দিচ্ছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন।

এম.জিয়াবুল হক,চকরিয়া

আগামী ২৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ সফল করতে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটির আয়োজনে গতকাল ১৬ ডিসেম্বর বিকালে এক প্রস্তুতিসভা কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সম্মানিত সভাপতি কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম।

অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভার নক্সবকার আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি কক্সবাজার পৌরসভার নুরুল হক, জেলা কমিটির যুগ্ম সম্পাদক রাজন, জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল মোস্তাফা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক রাজিফ চৌধুরী, চকরিয়া পৌরসভার ওসমান গনি, হায়দার আলী, আবুল কালাম, রাশেদ কামাল, মিনহাজ উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অন্যান্য পৌরসভার কর্মকর্তা -কর্মচারী ও নেতৃবৃন্দ। সভায় সম্মতিক্রমে সিদ্বান্ত নেয়া হয়েছে সংগঠনের অধীন কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ পৌরসভার সকল নেতৃবৃন্দ আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ গ্রহন করবে। #

 

################

ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনারে বিজয় দিবসের উৎসব পালিত

হাজি ইলিয়াছ এমপির অবদানে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থী

চকরিয়ায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে নতুন শহীদ মিনারে ফুল দিয়ে উদ্বোধন করছেন হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি।

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়। কক্সবাজার জেলার একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার প্রসিদ্ধ জমিদার খান বাহাদু মকবুল আলী সাহেব পরিবারের অবদানের এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আগামী বছর বিদ্যালয়টি প্রতিষ্ঠার অর্ধশত বার্ষিকী পালন করবে। বিদ্যালয়ে পড়া-লেখা করার সকল অবকাঠামো থাকলেও ছিলনা একটি শহীদ মিনার। ফলে ২১ ফেব্রুয়ারী কিংবা ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বরের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের জাতির মুক্তি সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আত্মাহুতি দানকারীদের প্রতি শ্রদ্ধার নিদর্শণ স্বরূপ ফুল দেওয়া সম্ভবপর ছিলনা ছাত্র-ছাত্রী সহ এলাকার কোন মহলের।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার অনুরোধের প্রেক্ষিতে সম্প্রতি সময়ে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ পরিদর্শন করেন বিদ্যালয়টি। বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা একটি শহীদ মিনার না থাকার বিষয়টি তাঁর নজরে আনেন এমপির কাছে। সাথে সাথে তিনি স্থাণীয় ইউপি সদস্য আব্দুশ শুক্কুরকে ডেকে দ্রুত শহীদ মিনার নির্মাণের নির্দেশ দেন এবং বলেন- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন তিনি শহীদ মিনারে ফুল দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। যেমন কথা, তেমন কাজ। শুরু হলো শহীদ নিমার নির্মাণ কাজ। অবশেষে গত ১৬ ডিসেম্বর এ নির্মিত শহীদ মিনারে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এলাকাবাসী তাঁর এ দ্রুত তৎপরতার উচ্চসিত প্রশংসা করেন।

বিদ্যালয়ের নতুন শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা (চেয়ারম্যান, পশ্চিম বড় ভেওলা ইউপি), প্রধান শিক্ষক আলহাজ¦ এম.গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ্্, স্থাণীয় ইউুপি সদস্য আব্দুশ শুক্কুর, স্থাণীয় ইউনিয়ন জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এমপির ব্যক্তিগত সহকারি মো.নাজিম উদ্দিন, অপরাপর শিক্ষকবৃন্দ যথাক্রমে মোস্তাক আহামদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আবুল কাশেম, নবী হোছাইন, সাঈদুল ইসলাম, টিটু কান্তি দাশ, বেগম সেলিনা গিয়াস উদ্দিন, সোলতানা রাজিয়া, রওশেন আক্তার, মুহাম্মদ ইসলাম, যীশু শীল ও সঞ্জয় শীল। ##

 

পাঠকের মতামত: