ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তাসহ ৬ জন আহত

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি ঃ

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে বান্দরবান থানচি সড়কের জীবননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এসময় দুর্ঘটনায় গাড়ীতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়াটারে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হক তার সহধর্মীনি ফারহানা আলম, পুত্র সাতমান সাহারার হক, কন্যা সামিয়া ফাতেমা, সৈনিক মোমিনুল হক ও ড্রাইভার মো:আব্দুল রাজ্জাক আহত হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর হেলিকপ্টার যোগে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়

বান্দরবান ফায়ার সার্ভিস এর স্টেশান কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা বান্দরবান থেকে থানচি সড়কের জীবননগর এলাকায় যায় এবং প্রায় ৪শত ফুট নিচে গভীর খাদ থেকে ৬ জনকে উদ্ধার করি, পরে হেলিকপ্টার যোগে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: