ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ডুলাহাজারার প্রবীণ শিক্ষাবিদ মাওলানা রমজান আলীর ইন্তেকাল, জানাযা সম্পন্ন : শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

ডুলাহাজারার বিশিষ্ট শিক্ষাবিদ, কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা রমজান আলী (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন । গত ৬ডিসেম্বর রাত ১১টায় কাটাখালীস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে এই প্রবীণ শিক্ষাবিদ ৩পুত্র , ৩ কন্যা , নাতি-নাতনী , অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। এদিকে মরহুম মাওলানা রমজান আলীর নামাজে জানাযা গতকাল ৭ডিসেম্বর বাদে জোহর কাটাখালী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সাহেবজাদা মাওলানা আ.ক.ম ছাদেক , সাবেক সরকারি কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী , রাজনীতিবিদ ও মরহুমের ভ্রাতৃপুষ্ঠ মাওলানা মোজাম্মেল হক , সাংবাদিক এম.আর মাহবুব , মাওলানা নুরুল আবচার ও মরহুমের বড় পুত্র মাওলানা মোহাম্মদ ফোরকান। পরে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

শোক: এদিকে ডুলাহাজারার প্রবীণ শিক্ষাবিদ মরহুম মাওলানা রমজান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন , কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াস , ডুলাহাজারার চেয়ারম্যান নুরুল আমিন , মালুমঘাট ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী , সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল , সাধারণ সম্পাদক সাংবাদিক এম.আর মাহবুব প্রমূখ । বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত: