ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শ্রদ্ধা নিবেদন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::;

১৯৮৭ সালের ৫ডিসেম্বর স্বৈরচার বিরোধী আন্দোলনে অন্যতম লড়াকু সৈনিক তৎকালিন চকরিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি শহীদ দৌলত খানের ৩০তম শাহাদত বার্ষিকী গতকাল নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তার স্বরণে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও শহীদ দৌলত স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গতকাল সকালে দৌলত খানের জন্মভূমি কোনাখালীতে কোরআনখানি, দোয়া মাহফিল বিশেষ মোনাজাত ও তবুরক বিতরণ করা হয়।

দুপুর বারোটার দিকে শহীদ দৌলতের খানের কবরে পুষ্পমাল্য অর্পন করেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া শহীদ দৌলত খান স্মৃতি সংসদের আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিকউদ্দিন চৌধুরী, সিনিয়র সভাপতি ওয়ালিদ মিল্টন, আওয়ামীলীগ নেতা আলমগীর হোছাইন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌরসভার সাংগঠনিক মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম শাহরিয়ার, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা জাফর আলম, চকরিয়া সিটি কলেজের প্রভাষক মনজুর আলম, পৌর আ.লীগ নেতা হুমায়ন, কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পারভেজ রানা, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক ইউছুপ জয়।

এদিকে বিকাল তিনটায় চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ভরামুহুরী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তব্য রাখেন, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সরওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিকউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক ইউছুপ জয়। ##

পাঠকের মতামত: