ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার

চকরিয়া অফিস :

মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করার কারণে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠেছে। ওইসময় মাছ শিকার করছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল সোমবার ভোর থেকে সকাল দশটা পর্যন্ত মাতামুহুরী নদীতে শতশত মানুষ মাছ ধরতে দেখা যায়। একশ্রেণির অতি লোভি মৎস্য শিকারি নদীতে বিষ প্রয়োগ করে এভাবে মাছ শিকার করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

কক্সবাজার জেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি আশরাফ আলী জানান, সোমবার ভোরে মাতামুহুরী নদীর ব্রিজ থেকে বেতুয়াবাজার পর্যন্ত একাধিক পয়েন্টে মরা মাছ ভেসে উঠেছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। ওইসময় মরা মাছ শিকার করছেন নদীর দুপারের শতশত মানুষ। বিষ প্রয়োগ করার কারণে মাছ শূন্য হয়ে যাচ্ছে নদীতে।

মাতামুহুরী নদীর দু’পারে হাজার হাজার একর জমিতে তামাক চাষ করা হয়। সেখানে অতিমাত্রায় কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে। ফলে বৃষ্টির সময় তামাকের পানি নদীতে গড়িয়ে আসার কারণে মাছের মরে যাওয়ার সম্ভনা রয়েছে বলে সচেতনমহলের দাবী। তবে বর্তমানে বৃষ্টির পানি না থাকায় অনেকটা বিষ প্রয়োগ করাকে দায়ী করছেন মহলটি।

পাঠকের মতামত: