ঢাকা,সোমবার, ২০ মে ২০২৪

ঈদগড়-ঈদগাও সড়কে অপহৃত ২ জনকে উদ্ধার করেছে পুলিশ

ঈদগড় প্রতিনিধি:

ঈদগড়-ঈদগাও সড়কের গজালিয়া ঢালা থেকে অপহ্নত ২ জনকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর রাত সাড়ে ১২ টায় ছগিরাকাটা বরই বাগানের পশ্চিমের পাহাড় থেকে অপহ্নত হেলাল উদদীন ও নুরুল আমিনকে উদ্ধার করা হয়।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মোরশেদ আলম জানান, ছগিরাকাটার পশ্চিমের পাহাড়ে ডাকাতদল অবস্তান করছে এমন খবরের সুত্র ধরে অভিযান শুরু করলে ডাকাতদল অপহ্নতদের রেখে পালিয়ে যাই।পুলিশ সেখান থেকে অপহ্নত ২ জনকে উদ্ধার করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসে।উদ্ধারহওয়া নুরুল আমিন গুরুত্ব অসুস্হ।

অপহ্নত হেলাল উদদীন জানান, তাদেরকে অপহরনের করে প্রায় ২ ঘন্টা হাঁটার পর তাদের আস্তানায় নিয়ে যাওয়া অপহরণকারীরা। গর্জনিয়া থেকে অপহ্নত অন্য ২ জনকে তাদের আস্তানায় আমরা দেখেছি।

পুলিশের অভিযানের কারণে মুল আস্তানা থেকে আমাদেরকে পানিশ্যাঘোনা গ্রামের পশ্চিমে আতর আলীর হেডম্যনের ফিসারীর পাশ্বের পাহাড়ে ২দিন ২ রাত রেখেছিল।

হেলাল উদদীন আরো জানান, অপহরণকারীদের দলের ৮ সদস্য ৪ টি লম্বা বন্দুক দিয়ে স্বার্বক্ষনিক তাদের পাহাড়া দিত এবং দৈনিক ২ বার ইয়াবা সেবন করতো

পাঠকের মতামত: