ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আনন্দ শোভা যাত্রা: ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য’ওর্য়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভূক্তি করায়

চকরিয়া অফিস:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য’ওর্য়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সারাদেশের ন্যায় চকরিয়ায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল ১০টায় ঘোড়ার গাড়ি ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি জাফর আলম।

এসময় বক্তব্য রাখেন চকরিয়া ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজেরে অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান শওকত ওসমান। ##

পাঠকের মতামত: