ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আবারো বাড়লো বিদ্যুতের দাম

অনলাইন ডেস্ক ::

আবারও প্রতি কিলোওয়াটে ০ দশমিক ৩৫ টাকা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন। এই বৃদ্ধির হার ৫ দশমিক ৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মনোয়ার ইসলাম। তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলেও এটি ডিসেম্বর মাস থেকে কর্যকর করা হবে। তবে পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি না করার সিদ্ধান্ত জানিয়েছেন কমিশন।
একই সঙ্গে বিদ্যুতের নূন্যতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। ফলে মোট গ্রাহকের ১৩ শতাংশ অর্থাৎ ৩০ লাখ লাইফ লাইন গ্রাহকের (০ থেকে ৫০ ইউনিট) বিদ্যুৎ বিল হ্রস পাবে।
তাছাড়া, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রায় ৬০ লাখ (মোট গ্রাহকের ২৫ শতাংশ) লাইফ লাইন গ্রাহকের জন্য খুচরা বিদ্যুত মূল্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বাংলাদেশে মোট গ্রাহকের ৩৮ শতাংশের বিদ্যুৎ বিল বৃদ্ধি পাবেনা।

পাঠকের মতামত: