ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পেকুয়ায় ফক্সিতে জমি রেজিষ্ট্রি, ভাইস চেয়ারম্যানের স্বামীসহ ৮ জনকে আসামী করে মামলা

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় ফক্সিতে জমির রেজিষ্ট্রি সম্পাদন করেছে একটি চক্র। জমি অন্যজনের ফক্সিতে কবলা দিয়েছেন দুর্ধান্ত প্রতারক চক্র। এতে করে ক্ষতিগ্রস্ত পক্ষ জাল জালিয়তিতে সম্পৃক্ত থাকায় ৮ জনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশি মামলা রুজু করে। মামলায় ১ নং আসামী করা হয়েছে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (নারী) নাজনীন ফারজানা লাভলীর স্বামী উপজেলার মগনামা ইউেিনয়নের চেরাংঘোনা এলাকার মৃত হাজী আবদুল মোতালেবের ছেলে মামুন উদ্দিনকে। মামলায় তার এক সহোদর ছাড়াও দলিল লিখক পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে কোরবান আলীকেও আসামী করা হয়। মামলার অপর আসামীরা হলেন চেরাংঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে নজু মিয়া, বারবাকিয়া কুতুবপাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে মোস্তাক আহমদ প্রকাশ লালু, শেখেরকিল্লাঘোনা এলাকার নাজেম উদ্দিনের ছেলে জয়নাল আবদীন, চকরিয়া পৌরসভার জনতা মার্কেট এলাকার নাছির উদ্দিনের ছেলে রাজিব প্রকাশ মোহাম্মদ রাহাত ও চট্রগ্রাম জেলার রাউজান গুজারা কাগতিয়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে বাবুল। আদালত বিষয়টি তদন্তের জন্য ন্যস্তভার অর্পন করেন পেকুয়া থানার ওসিকে। চলতি মাসের ২ নভেম্বর আদালতে নালিশি অভিযোগ দায়ের করেছেন চট্রগ্রামের রাউজানের বিনাজুরি এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে তানভীর আকবর চৌধুরী (৪২)। যার নং ১৩৪২/১৭। মামলার সুত্রে জানা যায়, মগনামা চেরাংঘোনা মৌজায় বাদীর পৈত্রিক সম্পত্তি আছে। তারা চট্রগ্রামের রাউজান এলাকার বাসিন্দা। বৃটিশ সময়ে এ জমি তারা ভোগদখলদার। চেরাংঘোনার বিপুল সম্পত্তির মালিক রাউজান এলাকার বাসিন্দারা। সম্প্রতি আসামীদের লোলুভ দৃষ্টি পড়ে জমির প্রতি। তারা গত ২৪-০৮-১৭ ইং তারিখে পৃথক ৩ টি দলিল সম্পাদন করে। জমি রেজিষ্ট্রি সম্পাদনে আসামীরা পরষ্পর যোগসাজসে তিনটি পৃথক দলিলে ফক্সি করেছেন। ১৪৪৫, ১৪৪৬ ও ১৪৪৭ পৃথক দলিলে মোট জমির পরিমান ৫.৮৪ একর। তারা জমি কবলা সম্পাদনে দুর্ধান্ত প্রতারনা ও জাল জালিয়তির আশ্রয় নেন। ছবি, আইডি কার্ড জন্ম নিবন্ধন, সনদসহ ওয়ারিশসনদ সব কিছু জালিয়তি করেছেন। বিষয়টি জানাজানি হলে জায়গার প্রকৃত মালিক জমির রেজিষ্ট্রির সহিমুহুরি অবিকল নকল কপি সংগ্রহ করেন। এতে করে কবলাদাতাদের ফক্সি তথ্য ধরা পড়ে। এ দিকে ফক্সি কবলায় বিপুল পরিমান সম্পত্তি বেহাত নিয়ে মুল মালিকের সাথে জালিয়ত চক্রের বিরোধ দেখা দিয়েছে। জমি দখলে নিতে ফক্সি কবলা গ্রহিতাপক্ষ ভাড়াটে লোকজন জড়ো করছে। জমির আধিপত্য নিতে চেরাংঘোনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাদী ছৈয়দ আকবর জানায়, এমন প্রতারনা মানুষ শিউরে উঠবে। তারা দুর্ধান্ত প্রতারক চক্র। আমি জালিয়তির বিরুদ্ধে আদালতে আশ্রয় নিয়েছি।

পাঠকের মতামত: