ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

দেশ এখন অরাজকতার লীলাভূমি : রিজভী

91332_140‘আইনশৃঙ্খলা বাহিনী ‘আউট ল বাহিনীতে’ পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বেলা সোয়া ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশ এখন অরাজকতার লীলাভূমিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি মিরপুরে বাবুল মাতব্বরের গায়ে অগ্নিসংযোগ করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। রিজভী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা বে-আইনি কাজে লিপ্ত রয়েছে। সে কারণে দেশ অরাজকতার লীলাভূমিতে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সেসব নেতাকর্মীদের চুড়ান্ত তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে প্রতিটি জেলায় নিহতদের তালিকা ২৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।’ রিজভী আরও জানান, ‘গত কাউন্সিলের পর থেকে এ পর্যন্ত দলের যত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের তালিকা তৈরী করা হবে।’ তিনি বলেন, ‘যেসব নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে হত্যা করেছে তাদের তালিকা প্রকাশ করা হবে। ষষ্ঠ কাউন্সিলে এসব নেতাদের নামে কাউন্সিলে শোক প্রস্তাব দেয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, স্বনির্ভর বিষয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুদু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

পাঠকের মতামত: