ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ঈদগাঁওর নানা কলেজের শিক্ষার্থীরা বিপাকে : নিজস্ব পরিবহন ব্যবস্থা চালুকরনের দাবী

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ::

কলেজের শিক্ষার্থীদের কোন প্রকার নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা। জেলা সদরের বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন ইসলামাবাদ,ইসলামপুর,পোকখালী, চৌফলদন্ডী, ঈদগাঁও সহ জালালাবাদের প্রত্যান্ত গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ককসবাজার সরকারী কলেজ , রামু কলেজ, চকরিয়া কলেজ, ডুলাহাজারা কলেজে প্রতিনিয়ত আসা যাওয়া করে থাকে। এসব এলাকার শত শত শিক্ষার্থীরা নিজ এলাকার বাহিরে হরেক রকম কলেজে লেখাপড়া করে থাকে। কিন্তু তাদের যাতায়াতের ক্ষেত্রে একমাত্রই প্রতিবন্ধকতা সৃষ্টি, সেটি হচ্ছে যানবাহন। এমনকি প্রতিদিন সকাল বেলায় গ্রামাঞ্চলের বাড়ীঘর থেকে বের হয়ে ঈদগাঁও বাসষ্টেশনের লালব্রীজ সংলগ্ন স্থানে জমায়েত হয় বিভিন্ন কলেজমুখী অসংখ্য ছাত্রছাত্রী। তারা যানবাহনে উঠার জন্য রীতিমত হামাগুড়ি করতে থাকে। তারপরেও কলেজে যাওয়া অনেকের পক্ষ অসম্ভব পর হয়ে উঠে। আবার অনেক শিক্ষার্থী দুরপাল্লার পরিবহনে থাকা যাত্রীদের সাথে আড়াআড়ি করে কোন রকম গাড়ীতে উঠে কলেজমুখী হতে দেখা যায়। এভাবে প্রায়শ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঝড় বৃষ্টি আর কড়া রোদকে উপেক্ষা করে লেখাপড়ার পাশাপাশি পরিবহনে উঠার প্রতিযোগিতা মুলক যুদ্ব যেন প্রতিনিয়ত। কিন্তু নাছুড়বান্দা চালকরা তাদের গাড়ীতে ৪/৫ জনের অধিক ছাত্রছাত্রী তুলতে নারাজ। এমনকি মাঝেমধ্য গাড়ী চালক এবং শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ ও লেগে যায়। দেখা যায়, বহু শিক্ষার্থী দ্বিগুন ভাড়া দিয়ে অন্য গাড়ী করে কলেজের আসা যাওয়া করতে। চট্রগ্রাম ককসবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশন পয়েন্টে সকাল বেলায় কলেজ শিক্ষার্থীরা অনেক সময় সড়কের মাঝ অংশে গিয়ে পরিবহনে উঠার জন্য চালকদের সাথে তর্কাতর্কি করতে। এতে করে যে কোন মুহুর্তে দূর্ঘটনার আশংকা প্রকাশ করেন সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন শিক্ষার্থীরা হতাশ কন্ঠে আমাদের ককসবাজারের এ প্রতিবেদককে জানান, যদি আমাদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করতো, তাহলে এত দূর্ভোগ আর কষ্ট পেতে হত না প্রতিদিন। তাই সংশ্লিষ্ট কলেজ কতৃপক্ষের নিকট আকুল আবেদন শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে বিবেচনা করে স্ব স্ব কলেজে পরিবহন ব্যবস্থা চালুকরন করা হোক। তবে সচেতন মহলের মতে, গাড়ীর অভাবে এলাকার ছাত্রছাত্রীরা শিক্ষালাভ করতে নিদারুন কষ্ট পাচ্ছে। ছাত্রনেতা ইরফানুল করিম মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, বৃহত্তর এলাকার গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজের পক্ষ থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করন এখন সময়ের গনদাবীতে পরিনত হয়ে উঠেছে।

পাঠকের মতামত: