ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় তিনটি দোকানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার, চকরিয়া:

চকরিয়া পৌরসভার কাঁচাবাজারস্থ পৃথক তিনটি দোকানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় তিনটি দোকান থেকে বাজারজাত নিষিদ্ধ ৬’শ ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়। পলিথিন পাওয়া দোকান মালিকদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশরাফ।

নিষিদ্ধ পলিথিন পাওয়া বশির স্টোর ৪০ হাজার, ইব্রাহিম স্টোর ৫০ হাজার ও আল-আমিন সু-স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমান ব্যবসায়ীদের বলেন, পুরো বাজারের পরিচ্ছন্নতা ঠিক রাখতে হবে। প্রতিটি নিত্যপণ্যের মূল্য তালিকা টাঙাতে হবে। রাস্তা প্রশস্ত রাখতে কিছু দোকান সরাতে হবে। সকল দোকানদারকে নিষিদ্ধ পণ্য বিক্রয় বন্ধ রাখতে হবে বলে নির্দেশনা দেন তিনি।

পাঠকের মতামত: