ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

এম.এ আজিজ রাসেল ::

সারাদেশের ন্যায় সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালন করেছে কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। সোমবার সকাল ৯টা শুরু হওয়া পুর্ণদিবস কর্মবিরতি বিকাল ৫টায় গিয়ে শেষ হয়। কর্মবিরতির এক পর্যায়ে দুপুর বারটার দিকে প্রতিবাদ সভা করে তারা।

কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি শামীম আক্তারের সঞ্চালনা ও সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মবিরতি ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ রাজন, সহ- সভাপতি মোরশেদুল আজাদ আবু, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, প্রমথ পাল, শাওন চক্রবর্তী, সজল কান্তি পাল, আবু ছৈয়দ, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।

বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও সরকারি কোষাগার থেকে দেওয়ার জোরালো দাবি জানান তারা।

পাঠকের মতামত: