ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ১০ফার্মেসীকে ৭০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় মেয়াদহীন ঔষুধ বিকিকিনি ও ঔষুধের ফ্রিজে মাংস সংরক্ষণের দায়ে ১০ফার্মেসীকে সাড়ে ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার ১৩ নভেম্বর দুপুরে হাসপাতাল সড়কে ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রয় এবং ঔষধের ফ্রিজে মাংস রাখায় ভোক্তা অধিকার আইনের আওতায় অভিযান পরিচালনা করা হয়। এতে ৮-১০টি ফার্মেসীকে ৭০হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। তিনি জনকল্যাণে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পাঠকের মতামত: