ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

রামুতে মহাসড়কে বাস-মটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল ৩ তাজা প্রাণ

খালেদ হোসেন টাপু, রামু ::

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের সামনে মহাসড়কে সিলাইন যাত্রীবাহি বাস-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলো ঈদগাঁও কলেজ গেইট এলাকার সব্বির আহমদ দলুর ছেলে শফিকুল ইসলাম (২০), ঈদগাঁও জালাবাদ পালাকাটার আবদুল খালেকের ছেলে হাসান প্রকাশ আবিদ (২২)। এসময় গুরুতর আহত সদর উপজেলার পোকখালী পূর্ব ইছাখালী মোঃ সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দন চৌধুরী (২১) কে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

সরজমিন, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের গুচ্ছগ্রামের সামনে মহাসড়কে ঈদগাঁও মুখি কক্সবাজার ছ ১১- ০১২০ সি লাইন বাস এবং কক্সবাজারমুখি মটর সাাইকেল নং ১১ -১৯৫০ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শফিকুল ইসলাম ইদগাহ ফরিদ আহমদ কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। হাসান কম্পিউটারের দোকানদার। ঘাতক বাসের চালক হেলপার পালিয়ে গেছে। পুলিশ গাড়ীটি জব্ধ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

এদিকে রামু হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম ও রামু থানার এস আই সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: