ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঈদগাঁওবাসীর নিরাপত্তার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে -পুলিশ সুপার

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

ককসবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন,ঈদগাঁওবাসীর নিরাপত্তার জন্য একযোগে সবাইকে কাজ করার আহবান। অপরাদ দমনে পুলিশের পাশাপাশি জনগনকে এগিয়ে আসতে হবে। ১২ নভেম্বর বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর ঈদগাঁও কমিউনিটি পুলিশিং কমিটি কতৃক আয়োজিত জঙ্গীবাদ,সন্ত্রাস,মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক রোধে আইনশৃংখলা বিষয়ক কমিউনিটি পুলিশিং সমাবেশ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড.সৈয়দ মো: রেজাউল করিমের সভাপতিত্বে ও পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই মহিউদ্দিনের পরিচালনার বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ককসবাজার সদর মড়েল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া। তিনি বলেন,পুলিশ একার পক্ষে অপরাদ দমন না হওয়ায় কমিউনিটি পুলিশের সুচনা। রোহিঙ্গাদের ধরে পুলিশে সোপর্দ করুন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন -সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুতালেব। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার মো আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো গোলাম রুহুল কুদ্দুস, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো খায়রুজ্জামান। বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও কমিউনিটি পুলিশিং কমিটির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আরো উপস্থিত ছিলেন – জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ,
আ,লীগ নেতা বদিউল আলম আমির, তারেক আজিজ,সাইফুল ইসলাম, এহেচানুল হক, সদর যুবলীগ নেতা ওসমান সরওয়ার ডিপো, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আবদু রাজ্জাক, ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর,যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম রুস্তম আলী,সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত সহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্যাড় থেকে আসা বিপুল সংখ্যক কমিউনিটি পুলিশিং কমীরা। সমাবেশে কমিউনিটি পুলিশে বিশেষ অবদান রাখায় অনেককে ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা। সব  শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।

পাঠকের মতামত: