ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাহেবগিরি ওসির থানায় থাকার কোন দরকার নেই: আইজিপি

অনলাইন ডেস্ক ::

বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জনগণ সচেতন থাকলে দেশে জঙ্গিবাদ থাকবে না।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, পুলিশ জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাচ্ছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত থাকায় জঙ্গিরা আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবেনা। তবে জনগণকে সচেতন থাকতে হবে তবেই জঙ্গিবাদ, সন্দ্রাস ও মাদকমুক্ত দেশ গড়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, পুলিশকে জনবান্ধব করতে কমিউিনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর এর সুবিধা ভোগ করবে জনগণ। তবে যদি কোন থানার ওসি অফিসে বসে জনগণের কথা না শুনে সাহেবগিরি করেন তাহলে সেই ওসির থানায় থাকার কোন দরকার নেই। তাই যদি কোন ওসি জনগণের কথা না শুনে তাহলে বিষয়টি স্থানীয় এসপি অথবা ডিআইজিকে জানাবেন, সেই ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জঙ্গিবাদের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের মাঝে কোরআনের ভুল ব্যাখা দিয়ে মগজ ধোলাই করে জঙ্গি তৈরী করা হচ্ছে। তাই এব্যাপারে জনগণকে আরও সচেতন হতে হবে, জঙ্গিবাদ নির্মূলে সকলে একযোগে কাজ করলে জঙ্গিবাদ রোধ করা সম্ভব হবে।

পাঠকের মতামত: