ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

লোহাগাড়ায় কুটিরশিল্প মেলার নামে চলছে জুয়ার আসর!

মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে ঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধুনগর ষ্টেশনস্থ প্যারাগন কমিউনিটি সেন্টার এলাকায় মাস ব্যাপী কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। তবে কে বা কাহারা এ মেলার আয়োজন করেছেন তা স্পষ্ট জানা যায়নি। উক্ত মেলায় বড়, মাঝারি, ছোট মিলিয়ে বিভিন্ন পসরা সাজিয়ে কয়েক’শ দোকান পাট বসানো হয়েছে। তারই সাথে রয়েছে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি অশ্লীল নাচ-গান, হাউজি খেলা ও লাকি কুপনের নামে জুয়ার আসর। যার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে উড়তি বয়সের যুবক-যুবতী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শ প্রকৌশলী নাজমুল হাসান জানান, ‘আজ ৯ নভেম্বর প্রায় ১ সপ্তাহ পার হয়েছে- মেলাটি শুরু হয়েছে। শুরুর পর থেকে শব্দদূষণের কারণে এলাকায় থাকা দায় হয়ে পড়েছে। সারাদিন বিভিন্ন অটোরিক্সা, সিএনজি ও পিকআপ ভ্যানে মাইক লাগিয়ে হাইওয়ে সড়কে গ্রামে-হাটে-মাঠে ও অলিতেগলিতে পর্যন্ত প্রতিদিন লাকি কুপনের ড্র-এর বাম্পার পুরষ্কার, হোন্ডা, ফ্রিজ,স্বর্ণের দুল সহ বিভিন্ন প্রকারের লোভনীয় অফার দিয়ে ২০ টাকার টিকেট বিক্রির হিড়িক তো আছেই, তেমনিভাবে সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলছে অশ্লীল নৃত্য, গান-বাজনা ও হাউজি, সোনালি লাকি কুপনের ড্রএর অনুষ্ঠানের মহুমহু কান ফাটানো আওয়াজ । এতে করে স্থানীয় কোমলমতি জেএসসি পরীক্ষার্থি-শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালাসহ নি¤œ-মধ্যবিত্ত আয়ের লোকজন থেকে পুরষ্কারের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী আয়োজক মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ, নিন্দা ও বিক্ষোভের ঝড় ওঠলেও রহস্যজনক কারণে প্রশাসন নির্বিকার! এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপে জুয়ার আসর বন্ধ হবে। এমনটি আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সচেতন মহল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম জানান, উক্ত বিষয়টি অবগত হয়েছি, গত ০৮ নভেম্বর লাকি কুপন বিক্রির দায়ে একটি গাড়িও জব্দ করা হয়েছে এবং অতি শীঘ্রই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: