ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পণ্য বোঝাই পিকআপ গাড়ি আটকিয়ে চাঁদাবাজি, একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চকরিয়া:

চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় চাঁদাবাজিকালে খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া থানার এসআই আবদুল খালেকসহ পুলিশের একটিদল অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৪০) নামের এক চাঁদাবাজকে আটক করেছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আরো ৩-৪জন। আটক গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার পাশের এলাকা লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নয়াপাড়ার মোহাম্মদ হানিফ প্রকাশ কালুর ছেলে।

চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, মহাসড়কের চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথায় একদল দূর্বৃত্ত পণ্য বোঝাই একটি পিকআপ থেকে চাঁদাবাজি করেছে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে গিয়াস উদ্দিনকে আটক করা হয়।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সড়কে কোনভাবেই চাঁদাবাজি সহ্য করা হবেনা। যারা চাঁদাবাজিতে লিপ্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে। আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু হবে।

পাঠকের মতামত: