জসিম মাহমুদ, টেকনাফ ::
মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও হত্যার হাত থেতে রেহায় পাওয়া জন্য প্রাণে বাচঁতে তেলের জারিকেনের সহযোগিতায় সাঁতরিয়ে নাফনদী পাড়ি দেওয়ার সময় ১৯ রোহিঙ্গা পুরুষকে উদ্ধার করেছে বিজিবি । গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে টেকনাফে শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদী থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রহমত উল্লাহ বলেন জড়ো হওয়া লোক জনের মধ্যে আমরা ১৯জন গতকাল শুক্রবার বিকাল ৩টার সময় মিয়ানমার ডংখালি চর থেকে শরীরের সঙ্গে জারিকেন বেঁধে সাঁতার কাটা শুরু করে সাড়ে ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটির কাছাকাছি চলে এলে বিজিবির সদস্যরা নাফনদী থেকে আমাদের উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৩টার সময় শাহ পরীর দ্বীপ নাফ নদী সাঁতরিয়ে জারিকেনের সাহায্য বাংলাদেশে পালিয়ে আসে ১৯ রোহিঙ্গা। ও ১৯ রোহিঙ্গাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শনিবার সকালে তাদেরকে সাবরাং হারিয়াখালী সেনাবাহিনীর ত্রাণ কেন্দ্রের মাধ্যমে তাদের জন্য নিধারিত অস্থায়ী ক্যাম্পে পাঠানো হবে।
পাঠকের মতামত: