ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা জাতিসংঘ দূতের

অনলাইন ডেস্ক ::

জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচনের সুবাতাস বইছে। জাতিসংঘ প্রত্যাশা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি কেবল অংশগ্রহণমূলক নয়, এটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে। একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসাবে জাতিসংঘ এবং ব্যক্তিগতভাবে তিনি এমন নির্বাচন দেখতে চান জানিয়ে বলেন, কাঙ্খিত নির্বাচনের বিষয়ে দেশের জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন সংশ্লিষ্ট এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত ও শক্তিশালী করতে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা আমাদের ম্যান্ডেট অনুযায়ী স্টেক হোল্ডারদের উৎসাহ দিয়ে থাকি। জাতিসংঘ আওতার বাইরে গিয়ে কখনও কোন কাজ করে না।

পাঠকের মতামত: