ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় ৩টি বাস।। আহত-১৭

ছালাম কাকলী, ডুলাহাজারা প্রতিনিধি ::

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বেপরোয়া ডাম্পার গাড়ির ধাক্কায় ২টি যাত্রী বাস দুমুড়ে-মুছড়ে ফেলে মহাসড়কের উপর ছিটকে পড়ে । এ সময় ২টি বাসের ড্রাইভার সহ ১৭জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে  আজ ১ নভেন্বর সকাল সাড়ে ১০ টার সময়।

প্রত্যক্ষদর্শিরা জানান, কক্সবাজার থেকে চট্রগ্রামমুখী মাসুদ নামের কক্সবাজার জ-১১-০১৯৪ নং এর একটি লোকাল বাসও চট্টমেট্টো ল-১১-১৭৯৪ নং এর একটি মাইক্রো যাত্রী নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে সকালে রওনা দেয়। যাত্রী বাহি বাস ২টি সকাল সাড়ে ১০টায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছার মাত্রই চট্টমেট্টো ল-১১৪ নং এর একটি ডাম্পার গাড়ি (মিনিট্রাক) বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে এসে যাত্রীবাহি গাড়ি ২টিকে পর-পর ধাক্কা দিয়ে সড়কের উপর পড়ে যায়। ডাম্পার গাড়ির ধাক্কায় আহত হয়েছে মাসুদ গাড়ির ড্র্রাইভার আনোয়ার (৪০), হেলপার রসিদ (২৫), গাড়ির যাত্রীদের মধ্যে রয়েছে মামুন (৩০), ছফুরা বেগম (৫০), রমিছ (৫০), এরফান (১৭), মাইক্রোবাসযাত্রী নিনা বালা (৫০), অনজলি বালা (৪০), রুপন (১৫), সহ ১৭ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শিকার ৩টি গাড়িকে আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে গেছে।

পাঠকের মতামত: