ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন মার্কেটের ভেতর পুড়ে গেছে ওয়ালটন শোরুম

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ভেতরে ওয়ালটনের একটি শোরুম আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং লাগোয়া মতলব শপিং সেন্টারের সামনের অংশে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। খবর পেয়ে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সহায়তায় স্থানীয় ফায়ার সার্ভিস প্রায় ঘন্টাব্যাপী চেষ্ঠা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে ততক্ষনে শোরুমের বিপুল পরিমাণ টিভি, ফ্রিজসহ ইলেট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে বলে ধারনা করছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকার মতলব শপিং সেন্টারের সামনের অংশে শাখাওয়াত হোসেনের মালিকানাধীন ওয়ালটন শোরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, শোরুমের ভেতরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুর্হুতে আগুন শোরুমের ভেতরে ছড়িয়ে পড়ে। এসময় মার্কেটের ভেতরে আশপাশের দোকানে অবস্থানরত ক্রেতা-বিক্রেতারা দিকবিদিক ছুটতে থাকে।

অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তাঁর হস্তক্ষেপে তাৎক্ষনিক স্থানীয় ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁেছ আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্ঠা করে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হলেও এখনো ওয়ালটন শোরুমে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আগুনে বেশ কিছু টিভি, ফ্রিজসহ ইলেট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে। #

পাঠকের মতামত: