ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

২৯ অক্টোবর রোহিঙ্গাদের দেখতে আসছেন খালেদা

চকরিয়া নিউজ ডেস্ক ::Khaleda_

প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখো রোহিঙ্গাকে দেখতে টেকনাফে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ২৯ অক্টোবর) কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

লন্ডন থেকে দেশে ফেরার চারদিন পর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাত পৌনে ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়ে সাড়ে ১০টায় শেষ হয়।

বিএনপির সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সব সিদ্ধান্ত মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

সূত্রটি আরও জানায়, আগামী শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করবেন খালেদা জিয়া। পরদিন রোববার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

৯৪ দিন পর ১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। পরদিন তিনি দুর্নীতির দুটি মামলায় আদালত থেকে জামিন নেন। রোববার রাতে খালেদা জিয়া সফরকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠক ডাকেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: