ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইসলামাবাদে দারুস সালাম একাডেমীর কম্পিউটার ল্যাবের উদ্বোধন : শিক্ষার্থীদের মাঝে আশার আলো

aaaaaaaaaএম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে  দারুস সালাম একাডেমীতে কম্পিউটার ল্যাবের আনুষ্টানিক উদ্বোধন হওয়ায় শিক্ষার্থীসহ শিক্ষকদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। এতে করে তারা অনায়াসে কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহ হয়ে উঠবে।  ২৩ অক্টোবর দুপুর ২টায় একাডেমীর প্রধান শিক্ষক হাফেজ নূরুল আলম ও একাডেমিক প্রধান হাফেজ তৈয়ব জালালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এমইউপি আবু বকর ছিদ্দিক বান্ডি, সচিব আলতাজ উদ্দীন আহমদ, পরিচালনা কমিটির সভাপতি মোজাহের আহমদ, সদস্য শাহসালাম। এতে আরো ছিলেন- শিক্ষক মনির আহমদ, হাফেজ নূরুল হুদা, রিদুয়ান সিফাত, হাফেজ নাঈম, উম্মে সালমা, তাসলিমা আক্তারসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী। সভায় একাডেমিক প্রধানের মতে, দারুস সালাম প্রতিষ্ঠার পর থেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ল্যাবের যাত্রা করেন। চলতি বছর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ব থাকলেও আগামী নতুন বছর এটি সর্ব সাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে বলে জানান। শুরুতে আটটি কম্পিউটার নিয়ে এটি যাত্রা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ক্লাসের উদ্বোধন করেন- ইসলামাবাদ ইউনিয়নের ডিজিটাল উদ্যেক্তা ও তথ্যপ্রযুক্তি সচিব আবুল মনছুর আহমেদ।

পাঠকের মতামত: